জাতীয়

এডিবি ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে-অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৪ , ৪:১৬:২৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে জাইকা,এডিবির প্রতিনিধি এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনার নারদিয়া সিম্পসনের সঙ্গে তিনটি আলাদা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে সহযোগিতা করবে জাইকা। এছাড়া জাইকার অর্থায়নে চলমান প্রকল্পগুলো স্বাভাবিকভাবে চলবে।

আরও পড়ুন: চলতি অর্থবছরে রফতানি আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১২.৪০ শতাংশ: ড. সালেহউদ্দিন

ডিসেম্বরের মধ্যে এডিবি ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে জানিয়ে উপদেষ্টা বলেন,আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে চাওয়া হয়েছে আরও তিন বিলিয়ন ডলার।

আরও খবর

Sponsered content