জাতীয়

পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা রনি আইসিইউতে

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২২ , ৭:১১:৪৯ প্রিন্ট সংস্করণ

গাজীপুর প্রতিনিধি।।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।তিনি শঙ্কামুক্ত নন।

শনিবার (১৭ আগস্ট) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি আরও বলেন, রনির শ্বাসনালি ও এক কান পুড়ে গেছে। আমাদের আরও অপেক্ষা করতে হবে। এখনই কিছু বলা যাচ্ছে না।

এর আগে, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় আবু হেনা রনি বাদে আরও চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন- আবু হেনা রনি, জিল্লুর রহমান, মোশারফ হোসেন, রুবেল হোসেন ও ইমরান হোসেন।

জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইন্স মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

অন্যদিকে অনুষ্ঠান শুরুর আগে অতিথিদের উদ্বোধনী মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধান অতিথির হাতে বেশকিছু বেলুন দেওয়া হয়। কিন্তু বার বার চেষ্টার পরও বেলুনগুলো উড়ছিল না। পরে পায়রা উড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্য অতিথিরা অনুষ্ঠানের উদ্বোধন করে মূল মঞ্চের দিকে চলে যান।

এরপর বেলুনগুলো নিয়ে যাওয়া হয় উদ্বোধন মঞ্চের পেছনে। কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়। উদ্বোধন মঞ্চের পেছনে সবগুলো বেলুনই বিস্ফোরিত হয়। এতে পাশে বসে থাকা কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচ জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও খবর

আমাদের দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন-সব কিছুই আইন মতো চলে-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

৯৯ বছরের জন্য গণভবনের ১৭ একর জমি লিজ দিয়ে জুলাই জাদুঘর ৫ আগস্ট উদ্বোধন হবে

পদ্মাসেতু প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ায় আনুষ্ঠানিক সমাপ্তি টানতে সুধী সমাবেশে -প্রধানমনন্ত্রী,শেখ হাসিনা

জবর দখল,জালিয়াতি, সরকারি জমি দখল প্রভৃতি অপরাধমূলক কর্মকাণ্ডে ৭ বছরের কারাদণ্ড বিধান রেখে ভূমি আইন সংশোধনী অনুমোদন

প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের কোন প্রয়োজন নেই-সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার ‘রূপকল্প-২০৪১’ অর্জনে অর্থনৈতিক প্রবৃদ্ধি করেছেন-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

Sponsered content