প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২২ , ১২:০৫:৩৯ প্রিন্ট সংস্করণ
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।খুলনার পাইকগাছা উপজেলাধীন চাঁদখালী ইউপি’র চককাওয়ালী গ্রামে হাতুড়ির আঘাতে মাথার হাড় ভেঙ্গে যাওয়া হতভাগী রেনু বেগম (৫৫) নামে এক নারীকে হত্যার ঘটনার প্রধান আসামী শুকুর আলী কে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ।

শুক্রবার (১৬সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার সাভার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জিয়া।
তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে এসআই আনজির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে আসামী শুকুর আলী কে আটক করা হয়।
বর্তমানে শুকুর আলী পুলিশের হেফাজতেই রয়েছে।আসামী শুকুর আলী আত্নগোপন করে ঢাকার সাভার এলাকায় একটি কয়লা কারখানায় কর্মরত ছিলেন।
উল্লেখ্য,গত ১০ আগষ্ট বিকেলে তুচ্ছ ঘটনায় উপজেলার চক্কাওয়ালী গ্রামের আইয়ুব আলী সরদারের বাড়ীতে স্ত্রী রেনু বেগমের সাথে কথা কাটাকাটি হয় স্থানীয় শুকুর আলী গাইনের। এর এক পর্যায়ে শুকুরের কাছে থাকা হাতুড়ি দিয়ে সজোরে রেনু বেগম এর মাথায় আঘাত করে।যাতে তার মাথার তালু ফেটে দেড় ইঞ্চি গভীর হয়।প্রচন্ড রক্তান্ত জখম অবস্থায় পাইকগাছা হাসপাতালে নেয়ার পর তার অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেলে পাঠানো হয়।
তার স্বজন তাকে একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করান।সেখানে একমাস চিকিৎসা চলাকালীন সময় গত ১০সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ১১আগস্ট শুকুর আলী কে ১নং আসামী করে নারী সহ ৫জনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় মামলা হয়।
এ মামলার ২নং আসামী শুকুর আলী গাইনের ছেলে হযরত আলী গাইন(২৫) কে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।












