জাতীয়

ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় হজের ব্যয় কমানো সম্ভব নয়-ধর্মমন্ত্রী,মো. ফরিদুল হক খান

  প্রতিনিধি ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:৪৭:০১ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় রিয়ালের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে,তাই সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও হজের ব্যয় কমানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজলের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ কথা জানান।এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

তিনি বলেন,বিশ্বের চতুর্থ বৃহত্তম হজে প্রেরণকারী দেশ।

২০২৪ সালে বাংলাদেশের হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বিগত বছর সমূহের ন্যায় ২০২৪ সালেও যাতে পূর্ণ কোটায় হজযাত্রী হজে যেতে পারে সেজন্য ২০২৩ সালের হজের চেয়ে ৯২ হাজার ৪৫০ টাকা কময়ে ২০২৪ সালে হজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা মূল্যের সাধারন হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যাতে সকল শ্রেণি পেশার মানুষ হজে গমন করতে পারে।

মন্ত্রী বলেন,সৌদি আরবে মক্কা ও মদিনায় অনেক এলাকায় বাড়ি ও হোটেল ভেঙে ফেলায় বাড়ি ভাড়া ব্যয় এ বছর অনেক বৃদ্ধি পেয়েছে।বৈশ্বিক নানা কারণে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় রিয়ালের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে।

এছাড়া মিনায় মিনা আরাফায় তাবু ভাড়াসহ মেয়াল্লেম ফি বৃদ্ধি পেয়েছে। এ সকল কারণে সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও হজের ব্যয় আর কমানো সম্ভব হয়নি।

তিনি আরও বলেন,অধিক সুযোগ-সুবিধা আশা করেন এই রকম হজযাত্রীদের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা রয়েছে।সরকারি মাধ্যমের বিশেষ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার টাকা।

0Shares

আরও খবর

Sponsered content

আরও খবর: জাতীয়

দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত-সেনাপ্রধান,ওয়াকার-উজ-জামান

প্রধান উপদেষ্টা সবার আগে ভারত সফরেই যেতে চেয়েছিলেন-প্রেস সচিব,শফিকুল আলম

বাংলাদেশের জনগণকে অভিনন্দন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর, বললেন পাশে থাকবে যুক্তরাষ্ট্র

চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও বড় উন্নয়ন সহযোগী-পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন

ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাউয়েল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ও সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখতে মার্কিন সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন?

0 Shares