সারাদেশ

স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন নতুন ইতিহাস সৃষ্টি করছেন

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ৩:৪০:৩২ প্রিন্ট সংস্করণ

0Shares

হবিগঞ্জ প্রতিনিধি।।হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছেন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে যত ভোট পড়েছে তার ৮০ শতাংশই পেয়েছেন ব্যারিস্টার সুমন।

 

এদিকে, ব্যারিস্টার সুমনের প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর চরম ভরাডুবি হতে চলেছে এই আসনে।এখন পর্যন্ত একটি কেন্দ্রেও প্রতিমন্ত্রী পাস করতে পারেননি।

 

হবিগঞ্জ-৪ আসনে মোট ১৭৭টি কেন্দ্র রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩টি কেন্দ্রে ব্যারিস্টার সুমন পেয়েছেন ২২ হাজার ৭৫৩ ভোট।তার নিকটতম মাহবুব আলী পেয়েছেন ছয় হাজার ৩৪৭ ভোট।তবে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কোনো ফলাফল ঘোষণা করা হয়নি।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares