রাজনীতি

দেশে একদলীয় শাসনব্যবস্থা তৈরি হয়েছে-জিএম কাদের

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৩ , ৩:৪০:২০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন,দেশে একদলীয় শাসনব্যবস্থা তৈরি হয়েছে।দেশটাকে তারা (আ.লীগ) পারিবারিক সম্পত্তি বানিয়ে ফেলেছে। সাধারণ মানুষ বৈষম্যর শিকার হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন,দেশে এক ধরনের বৈষম্য চলছে। প্রশাসন শাসকগোষ্ঠীর লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। বৈষম্য তৈরি করে দেশকে শাসন এবং শোষণ করছে শাসক শ্রেণি।

তিনি বলেন,মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের মূল চেতনাকে ধ্বংস করা হচ্ছে,যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার নামে করা হচ্ছে।মানুষের স্বাভাবিক অধিকার খর্ব করা হচ্ছে।মানুষের রাজনৈতিক অধিকার নেই।

জাপা চেয়ারম্যান বলেন,সারাদেশে গোয়েন্দা নিয়োগের মাধ্যমে দেশের সবাইকে নজরদারিতে রাখা হয়েছে।স্মার্ট বাংলাদেশের মাধ্যমে দেশ জেলখানায় পরিণত হচ্ছে।দেশে শান্তি নিয়ে আসতে অবাধ,সুষ্ঠু নির্বাচন দরকার।

ক্ষমতাসীন সরকার ইতিহাস বিকৃত করেছে উল্লেখ করে তিনি আরও বলেন,সেই সঙ্গে সংস্কৃতি নস্যাৎ করেছে।সরকারের লোকজন লাভের জন্য পরিবেশ নষ্ট করছে।

আরও খবর

Sponsered content