প্রতিনিধি ৮ জুন ২০২৩ , ৫:৪৯:১২ প্রিন্ট সংস্করণ
বরিশাল জেলা প্রতিনিধি॥আসন্ন (১২ জুন) বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ এ প্রচারণার সময় নগরীর ১২ নং ওয়ার্ডে ঘুড়ি মার্কা প্রার্থীসহ সমর্থকরা পরিকল্পিতভাবে ঠেলাগাড়ি মার্কা কর্মীদের উস্কানীমূলক কথা বলছে।এমন অভিযোগ বর্তমান ওয়ার্ড কাউন্সিলর ঠেলাগাড়ি মার্কা প্রার্থী জাকির হোসেন ভুলুর।তিনি বলেন,পরপর তিনবার কাউন্সিলর নির্বাচন করেছি।পূর্বে আমার বিরুদ্ধে কেউ বা আমিও কোন প্রতিন্দ্বন্দ্বি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দেইনি।কিন্ত এবার ঘুড়ি মার্কা প্রার্থী মোঃ আনোয়ার হোসেন (রয়েল) আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে এবং আমিও একটি অভিযোগ দিয়েছি। ওয়ার্ডে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে ঘুড়ি মার্কা প্রার্থীসহ তার সমর্থকরা।

তার কিছু কর্মী শরীরের সাথে গোপন ক্যামেরা ব্যবহার করে ঠেলাগাড়ি মার্কা কর্মীদের কাছে এসে উস্কানীমূলক কথা বলে। যাতে তর্কবিতর্কের পাশাপাশি দ্বন্দ্ব শুরু হয়।পরবর্তীতে সেই গোপন ভিডিওগুলো কৌশলে এডিট করে অপপ্রচার করা হয়। এডিট করা ভিডিও যে কেউ দেখলে বলবে ঝগড়ার সূত্রপাত ঘটিয়েছে ঠেলাগাড়ি মার্কার কর্মী।ঘটনাচক্রে পরিকল্পিত এডিট করা ভিডিওতে দোষী সাব্যস্ত হবে ঠেলাগাড়ি মার্কার সমর্থকরা। কারণ,ঘুড়ি মার্কা সমর্থকরা তাদের উস্কানীমূলক তর্কবিতর্কের কথাগুলো বাদ দিয়ে এডিট করে।আবার সেই ভিডিও দেখিয়ে এলাকার জনগনসহ নির্বাচন অফিসের কর্মকর্তা ও প্রশাসনের কাছে প্রতিন্দ্বন্দ্বি প্রার্থীসহ সমর্থকদের প্রশ্নবিদ্ধ করে তুলে।
এই গোপন ক্যামেরা ব্যবহার করার জন্য কয়েকজন অপরিচিত যুবক ঘুড়ি মার্কা কর্মীদের সাথে উদ্দেশ্যমূলকভাবে ঘুরে বেড়ায়।যারা ১২নং ওয়ার্ডের বাসিন্দা নয়।এমন পরিস্থিতিতে এ ওয়ার্ডে শান্তিপূর্ণ প্রচার-প্রচারণার ব্যবস্থাসহ সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে নির্বাচন কর্মকর্তা ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার কয়েকজন সচেতন বাসিন্দা। উপরোক্ত বিষয় ঘুড়ি মার্কা প্রার্থী মোঃ আনোয়ার হোসেন (রয়েল) এর ব্যবহৃত মুঠোফোন নম্বরে ০১৭১১৯৯…..৪৬ একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়।

















