প্রতিনিধি ৯ মার্চ ২০২৩ , ১:৩১:৫৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর সিদ্দিকবাজারের কুইন্স স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণের তিন দিন পরও কোনো নথি খুঁজে পায়নি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নথির খোঁজ করা হচ্ছে।নথি পাওয়া গেলে বোঝা যাবে ভবনটির কয়তলার অনুমোদন ছিল।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রাজউকের সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) তন্ময় দাশ।তিনি বলেন,অনেক পুরোনো এই ভবনের নথি ম্যানুয়ালভাবে রাখা।গতকাল শবে বরাতের ছুটি থাকায় নথি খুঁজতে দেরি হয়েছে।কয়তলার পারমিশন ছিল সেটা নথি দেখলে জানা যাবে।
দুর্ঘটনার তিন দিনেও নথি পাওয়া যাচ্ছে না কেন- এমন প্রশ্নের জবাবে তন্ময় দাশ বলেন,২০১৯ সালের মে মাস থেকে রাজউকে নতুন নকশাগুলো ডিজিটালাইজড করা হয়েছে। আগের নথিগুলোরও সফটকপি তৈরি করা হচ্ছে
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাততলা ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে তন্ময় দাশ বলেন,রাজউকের কমিটি গতকাল রাত ১০টা পর্যন্ত পরিদর্শন করেছে।আজ দুপুর ১২টা থেকে ১টার মধ্যে প্রতিবেদন দেবে কমিটি।ভবনটি মেরামত বা সংস্কার করা যাবে নাকি অপসারণ করতে হবে তা কমিটির প্রতিবেদনে উল্লেখ থাকবে।
গতকাল রাজউক জানিয়েছিল,সিদ্দিকবাজারের ক্ষতিগ্রস্ত সাততলা ভবনটি ৪৫ বছরের পুরোনো।













