অপরাধ-আইন-আদালত

বিশ্ব ইজতেমা নিয়ে ‘বিরূপ’ মন্তব্যের অভিযোগে এক তরুণ গ্রেপ্তার

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৩ , ১১:৪৫:৫৭ প্রিন্ট সংস্করণ

গাজীপুর প্রতিনিধি।।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্ব ইজতেমা নিয়ে ‘বিরূপ’ মন্তব্যের অভিযোগে করা মামলায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার রাতে উপজেলার বরমী এলাকা থেকে ওই তরুণকে আটকের পর আজ রোববার সকালে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার মো. ফাইজুল ইসলাম (২৬) উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের বাসিন্দা।একই ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মো. হাসিবুল হাসান বাদী হয়ে গতকাল সন্ধ্যায় ফাইজুল ইসলামের বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ দেন।পরে আজ সেটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলার এজাহারে বলা হয়,ফাইজুল ইসলাম তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গত শুক্রবার সন্ধ্যায় একটি লেখা পোস্ট করেন।তাতে বিশ্ব ইজতেমা সম্পর্কে বিরূপ মন্তব্য করেন তিনি। ওই ব্যক্তির এ ধরনের কার্যক্রমে ইসলামে বিভ্রান্তিসহ ‘ফেতনা সৃষ্টি’ হতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগের কপিতে ফাইজুল ইসলামের ব্যক্তিগত ফেসবুক আইডির লিংক যুক্ত করেছেন হাসিবুল হাসান।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে

আরও খবর

Sponsered content