সারাদেশ

অসুস্থ ছাত্রলীগ নেতাকে দেখতে রামেক হাসপাতালে মাহিয়া মাহি

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৩ , ৯:৩৭:০২ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর প্রতিনিধি।।ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের মোরসালিন আলী (২২) নামে এক অসুস্থ ছাত্রলীগ নেতাকে দেখতে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) গিয়েছিলেন।

বৃহস্পতিবার রাতে হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে তাকে দেখতে যান মাহি।মোরসালিন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।তিনি হার্টের সমস্যা নিয়ে কিছু দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ সময় ছাত্রলীগ নেতা মোরসালিনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে তার সুচিকিৎসার আশ্বাস দেন মাহি।

এ সময় মাহির সঙ্গে ছিলেন তার স্বামী আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাকিব সরকার,চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ,রামেক ছাত্রলীগের সহসভাপতি নাহিদ হাসান।

আরও খবর

Sponsered content