রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধের পিটিশনে হাইকোর্টে বাধা দিয়েছিলাম—আসাদুজ্জামান

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ৯:৩৮:২১ প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগ নিষিদ্ধের পিটিশনে হাইকোর্টে বাধা দিয়েছিলাম—আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক।।বিএনপি নেতা ও সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, জামায়াতের পক্ষ থেকে একসময় আওয়ামী লীগকে আজীবন নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে পিটিশন দায়ের করা হয়েছিল। সে সময় তিনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আদালতে দাঁড়িয়ে ওই পিটিশনের বিরোধিতা করেন।

তিনি বলেন, “যারা পিটিশন নিয়ে এসেছিলেন, তাদের কোনো অধিকার নেই একটি আদর্শকে হত্যা করার। সে দিন আমি হাইকোর্টে বাধা দিয়েছিলাম, যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়।”

আসাদুজ্জামানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাবেক অ্যাটর্নি জেনারেল হিসেবে তার অবস্থান এবং বক্তব্য দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই বিবেচিত হচ্ছে।

আরও খবর

Sponsered content