রাজনীতি

“আর কিছুদিন গেলে বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হবে”— নাসিরুদ্দিন পাটোয়ারী

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ৪:৫২:১৬ প্রিন্ট সংস্করণ

“আর কিছুদিন গেলে বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হবে”— নাসিরুদ্দিন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী মন্তব্য করেছেন,“আর কিছুদিন গেলে বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হবে।”

তিনি বলেন,ক্ষমতার রাজনীতিতে পুরোনো পথেই হাঁটছে বিএনপি—যেখানে গণতন্ত্র,জবাবদিহিতা ও সংস্কারের প্রশ্নগুলো ক্রমেই পেছনে পড়ে যাচ্ছে।

শনিবার এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন,

> “আওয়ামী লীগ যেমন দীর্ঘদিন ক্ষমতায় থেকে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে,বিএনপিও যদি একই রাজনৈতিক সংস্কৃতি ধারণ করে,তবে পরিণতিও ভিন্ন হবে না।”

তিনি আরও দাবি করেন,বিএনপি বর্তমানে যে রাজনৈতিক ভাষা ও কৌশল গ্রহণ করছে,তাতে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে না।

রাজনৈতিক বিশ্লেষণ

নাসিরুদ্দিন পাটোয়ারীর এই বক্তব্য নিছক রাজনৈতিক বাকযুদ্ধ নয়; বরং এটি বিএনপির ভবিষ্যৎ রাজনীতিকে ঘিরে একটি গভীর প্রশ্ন তুলে ধরে।

১. ক্ষমতার রাজনীতির পুনরাবৃত্তি

আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন যে অভিযোগগুলো ছিল—

দলীয়করণ

বিরোধী মত দমন

প্রশাসনিক নিয়ন্ত্রণ

রাজনৈতিক প্রতিহিংসা

সেই একই কাঠামোর মধ্যে বিএনপি ফিরে গেলে জনগণের কাছে দলটির গ্রহণযোগ্যতা সংকটে পড়বে—এটাই পাটোয়ারীর মূল সতর্কবার্তা।

২. সংস্কার বনাম প্রতিশোধ

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ প্রত্যাশা করছে—

নির্বাচন ব্যবস্থা সংস্কার

বিচার বিভাগের স্বাধীনতা

প্রশাসনের নিরপেক্ষতা

কিন্তু বিএনপির বক্তব্য ও কর্মসূচিতে যদি প্রতিশোধমূলক রাজনীতির ছাপ বেশি থাকে,তবে তারা আওয়ামী লীগের পথেই হাঁটছে—এমন ধারণা তৈরি হবে।

৩. নতুন প্রজন্মের রাজনীতি

নাসিরুদ্দিন পাটোয়ারী যে রাজনীতির প্রতিনিধিত্ব করেন,তা মূলত পুরোনো দুই দলের বাইরে বিকল্প শক্তির কথা বলে। তার বক্তব্য ইঙ্গিত দিচ্ছে—

> জনগণ আর ‘এক দল গেলে আরেক দল’—এই চক্রে আটকে থাকতে চায় না।

নাসিরুদ্দিন পাটোয়ারীর মন্তব্য বিএনপির জন্য একটি রাজনৈতিক সতর্ক সংকেত।বিএনপি যদি সত্যিই আওয়ামী লীগের ব্যর্থতা থেকে শিক্ষা না নেয়,তবে ক্ষমতায় গেলেও তাদের পরিণতি ভিন্ন নাও হতে পারে।

রাজনীতিতে দল বদলালেই পরিবর্তন আসে না—
পরিবর্তন আসে রাজনৈতিক সংস্কৃতি বদলালে।

আরও খবর

Sponsered content