প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২৫ , ৯:৩৬:০৫ প্রিন্ট সংস্করণ
১. আত্মসম্মান রক্ষা
যে ব্যক্তি নিজের ইচ্ছায় চলে যেতে চায়,তাকে জোর করে আটকে রাখা আত্মসম্মানের পরিপন্থী।ভালোবাসা বা বন্ধুত্ব কখনোই জবরদস্তি দিয়ে টিকিয়ে রাখা যায় না।
২. মানসিক প্রশান্তি
যে আপনার মূল্য বা গুরুত্ব বোঝে না,তাকে ছেড়ে দেওয়াই শ্রেয়।এতে সাময়িক কষ্ট থাকলেও দীর্ঘমেয়াদে মানসিক শান্তি ও আত্মস্থিরতা বজায় থাকে।

৩. পুরুষের অবস্থান ও দায়িত্ববোধ
“পুরুষকে যেতে দিও না”—এই কথাটির তাৎপর্য হতে পারে, যদি কোনো পুরুষ দায়িত্বশীল হন এবং সত্যিকার অর্থে পাশে থাকতে চান,তবে সামান্য ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক ভেঙে ফেলা বুদ্ধিমানের কাজ নয়।তবে এখানেও সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে পরিস্থিতি ও পারস্পরিক আচরণের ওপর নির্ভরশীল।
সারকথা
সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান,বিশ্বাস ও ইচ্ছা।নারী হোক বা পুরুষ—যিনি থাকতে চান না,তাকে ধরে রাখার চেষ্টা কেবল যন্ত্রণা বাড়ায়।আর যিনি আপনার মূল্য বোঝেন ও সম্মান করেন,তাকে যত্নে আগলে রাখাই প্রকৃত প্রজ্ঞার পরিচয়।













