প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৫ , ৩:৫৯:১৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।একীভূতকরণের লক্ষ্যে আর্থিক সংকটে থাকা শরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি,গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি,ইউনিয়ন ব্যাংক পিএলসি,এক্সিম ব্যাংক পিএলসি,এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
পৃথক পৃথক চিঠির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জানায়,এই পাঁচটি ব্যাংক এখন থেকে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’-এর অধীনে পরিচালিত হবে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এসব ব্যাংককে একীভূত করে একটি নতুন সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়েছে।প্রস্তাবিত নতুন ব্যাংকের নাম হবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।আজ থেকেই এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়েছে।গভর্নর আগামী বৈঠকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিষয়টি তুলে ধরবেন।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়,গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদ সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠনের অনুমোদন দেয়,যা বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে হয়।










