আন্তর্জাতিক

মিয়ানমারের নাগরিকদের দেশে ফেরত পাঠাচ্ছে-ভারত

  প্রতিনিধি ৯ মার্চ ২০২৪ , ৩:৪৪:২১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মিয়ানমারের নাগরিকদের দেশে ফেরত পাঠাতে শুরু করেছে ভারত।গতকাল শুক্রবার (৮ মার্চ) শরণার্থীদের প্রথম দলটিকে ফেরত পাঠানো হয়েছে।সেই ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি। খবর রয়টার্স।

গতকাল শুক্রবার (৮ মার্চ) মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সে এ তথ্য নিশ্চিত করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

তিনি জানান,মিয়ানমারের যেসব নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন,তাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।শুক্রবার মিয়ানমারের নাগরিকদের প্রথম দলটিকে ফেরত পাঠানো হচ্ছে।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী।পরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়।সম্প্রতি সংঘাত চরমে রূপ নিলে মিয়ানমার থেকে কয়েক হাজার বেসামরিক নাগরিক ও কয়েকশ সামরিক সদস্য ভারতে প্রবেশে করে।

আরও খবর

Sponsered content