প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ৪:২৯:৩৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন।তাঁর মৃত্যুতে দেশে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিএনপি সূত্র জানায়,বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে রাষ্ট্রীয় ও দলীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর সংসদ ভবন এলাকার পাশের জিয়া উদ্যানে তাকে দাফন করা হতে পারে।সেখানে তাঁর স্বামী,বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন,জানাজা ও দাফনের বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের সরকারপ্রধান ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করছেন।















