জাতীয়

৭ রাষ্ট্রদূত-হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে-পররাষ্ট্র মন্ত্রণালয়

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৪ , ২:৪৬:৫৫ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ৭ রাষ্ট্রদূত/হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।ওয়াশিংটন,রাশিয়া,সৌদি আরব,জাপান,জার্মান, সংযুক্ত আরব আমিরাত ও মালেতে দায়িত্বরতদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়।

তারা হলেন- ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান,রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান,সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী,জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ,জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ।

পৃথক পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে,আপনাকে সদর দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বদলি করা হয়েছে।অতএব আপনাদের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares