সারাদেশ

৭৭ জন যাত্রী নিয়ে নারিতার উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে গেছে

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৩ , ৩:৫৭:৪১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১১ ঘণ্টা পর মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এই বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

তারা জানিয়েছেন,সোমবার রাত পৌনে ১২টায় ফ্লাইট নারিতার উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল।কিন্তু উড্ডয়নের আগেই যান্ত্রিক সমস্যা নজরে আসায় ফ্লাইট স্থগিত করা হয়।

পরে কারিগরি বিভাগের সমস্যা সমাধান করার পর সকাল ১১টার দিকে ৭৭ জন যাত্রী নিয়ে নারিতার উদ্দেশ্যে বিমানের ফ্লাইট ছেড়ে গেছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এর আগে ১ সেপ্টেম্বর প্রায় ১৭ বছর পর আবারও ঢাকা-নারিতা রুটের ফ্লাইট পরিচালনা শুরু করে রাষ্ট্রীয় এই বিমান সংস্থা।

প্রতি সপ্তাহে তিন দিন (শুক্রবার,সোমবার ও বুধবার) রাত ১১টা ৪৫ মিনিটে বিমানের ফ্লাইট ঢাকা থেকে নারিতার লক্ষ্যে ছেড়ে যায়।এদিকে নারিতা থেকে ঢাকার উদ্দেশে ফিরতি ফ্লাইট ছাড়ে প্রতি শনি,মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায়।

এর আগে লাভজনক রুট না হওয়ায় সবশেষ ২০০৬ সালে বন্ধ করে দেয়া হয়েছিল ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট।

আরও খবর

Sponsered content