প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ৮:০২:৪৩ প্রিন্ট সংস্করণ
ডেস্ক রিপোর্ট।।বরিশাল মহানগরীতে আগামী ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস প্রিলিমিনারি (MCQ) পরীক্ষাকে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বিএমপি সূত্রে জানা যায়,সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোতয়ালী মডেল থানাধীন ১১টি পরীক্ষাকেন্দ্র ও তার আশপাশের ২০০ গজ এলাকায় শব্দযন্ত্র বা লাউডস্পিকার ব্যবহার,পাঁচজন বা ততোধিক ব্যক্তির সমাবেশ,মিছিল-মিটিং, ইট-পাথর বা অন্য কোনো বস্তু অসৎ উদ্দেশ্যে বহন, অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য বহনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বরিশাল মহানগরী পুলিশ আইন ২০০৯-এর ৩০, ৩১ ও ৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল সরকারি মহিলা কলেজ,বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ,অমৃতলাল দে মহাবিদ্যালয়,বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল জিলা স্কুল,বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ,ব্রজমোহন বিদ্যালয় (বিএম স্কুল),সরকারি বরিশাল কলেজ,বরিশাল সিটি কলেজ এবং বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজসহ মোট ১১টি কেন্দ্রে।
বিএমপি আরও জানায়,নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।















