প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ১১:২৩:১৭ প্রিন্ট সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।।পাবনার ঈশ্বরদীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও যৌথ বাহিনী।অভিযানে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিভিন্ন গ্রামে পরিচালিত ৪৫টি অবৈধ ইটভাটা থেকে মোট ৪৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি দুটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক তাসমিনা হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,অভিযানের সময় নবীনগর এলাকায় কয়েকটি ইটভাটায় কর্মরত শ্রমিকরা প্রথমে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং সড়ক অবরোধের উদ্যোগ নেন। এতে কিছু সময়ের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।তবে যৌথ বাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অভিযানকালে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।এছাড়া পাকুড়িয়া এলাকায় মিজান সরদারের মালিকানাধীন ‘এসবিএম ব্রিকস’ নামের একটি ইটভাটা উচ্ছেদ করা হয়। পরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার অঙ্গীকারে সংশ্লিষ্ট ভাটা মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক তাসমিনা হোসেন বলেন,“পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।আইন অমান্যকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
















