জাতীয়

৪৩ মাসে পদ্মা সেতু থেকে টোল আয় ছাড়াল ৩ হাজার কোটি টাকা

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৬ , ৩:৩৯:৩৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।৩০ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত দেশের দীর্ঘতম পদ্মা সেতু থেকে চালুর পর গত ৪৩ মাসে টোল আদায় হয়েছে ৩ হাজার কোটি টাকার বেশি।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্যে জানা গেছে,২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে আজ মঙ্গলবার পর্যন্ত এই রাজস্ব আদায় করা হয়েছে।

সেতু কর্তৃপক্ষ জানায়,পদ্মা সেতু দিয়ে বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ২২ হাজার যানবাহন চলাচল করছে।এর বিপরীতে দৈনিক গড়ে টোল আদায় হচ্ছে প্রায় আড়াই কোটি টাকা। শুধু গত ডিসেম্বর মাসেই টোল আদায় হয়েছে প্রায় ৮২ কোটি টাকা।

সব ধরনের যানবাহনের জন্য পদ্মা সেতুতে টোল নির্ধারিত রয়েছে। মোটরসাইকেল,ব্যক্তিগত গাড়ি,বাস,ট্রাকসহ বিভিন্ন শ্রেণির যানবাহনের জন্য ভিন্ন ভিন্ন হারে টোল আদায় করা হয়।

মুন্সিগঞ্জ ও শরীয়তপুরকে সংযুক্তকারী পদ্মা সেতু দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপন করেছে।এর ফলে ওই অঞ্চলের অন্তত ২১টি জেলার মানুষ সরাসরি সুবিধা পাচ্ছেন।

সেতু কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী,চালুর পর থেকে সেতুটি দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা এবং টোল আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।যাতায়াতের সময় কমে আসার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ এবং শিল্পজাত পণ্য পরিবহনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

পদ্মা সেতুর দুই প্রান্ত—মাওয়া ও জাজিরায় স্থাপিত টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু রয়েছে। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হওয়ায় যানবাহনকে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না।

সেতু কর্তৃপক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে টোল আদায়ের এই ‘মাইলফলক’ অর্জনের জন্য যানবাহনের মালিক,চালক, শ্রমিক,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে যুক্ত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

উল্লেখ্য,পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ৭৭০ কোটি টাকা।প্রকল্পটি সম্পূর্ণভাবে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হয়।সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে নেওয়া ঋণ ৩৫ বছরে ১ শতাংশ সুদে পরিশোধ করা হচ্ছে।টোল আদায়ের অর্থ থেকে ১৫ শতাংশ ভ্যাট সরকারি কোষাগারে জমা দেওয়ার পাশাপাশি পরিচালনা,রক্ষণাবেক্ষণ এবং ঋণের কিস্তি পরিশোধ করা হচ্ছে।

আরও খবর

Sponsered content