আন্তর্জাতিক

৪০ বছর ধরে অপেক্ষা করিয়ে রেখেছে-ইইউ আর নয়-এরদোয়ান

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২৩ , ৪:৩৭:৪৪ প্রিন্ট সংস্করণ

0Shares

অনলাইন ডেস্ক রিপোর্ট।।তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোববার বলেছেন,তার দেশ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে আর কিছু আশা করে না। তারা তাদের ৪০ বছর ধরে অপেক্ষা করিয়ে রেখেছে। খবর এএফপির।

পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনের আগে এরদোয়ান বলেন, ‘আমরা ইইউকে দেওয়া সব প্রতিশ্রুতি রেখেছি কিন্তু তারা তাদের প্রায় কোনোটাই রক্ষা করেনি।’

প্রেসিডেন্ট বলেছেন,ইইউ ব্লকে যোগ দেওয়ার জন্য আর কোনো নতুন দাবি বা শর্ত মানবে না তুরস্ক।

এরদোয়ানের ক্ষোভ বৃহস্পতিবার ইউরোপীয় মানবাধিকার আদালতের (ইসিএইচআর) একটি রায় থেকেও উদ্ভূত হয়েছে। ২০১৬ সালের অভ্যুত্থানের চেষ্টার দায়ে এক শিক্ষককে দোষী সাব্যস্ত করার জন্য তুরস্কের নিন্দা করেছিল সংস্থাটি।কারণ তিনি চক্রান্তকারীদের সঙ্গে যুক্ত একটি এনক্রিপ্ট করা মেসেজিং অ্যাপ ডাউনলোড করেছিলেন।

এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করার ব্যর্থ প্রচেষ্টার পেছনে মার্কিন ভিত্তিক প্রচারক ফেথুল্লাহ গুলেনের নেতৃত্বে একটি গোষ্ঠীকে দায়ী করেছে তুরস্ক।এ কাজের জন্য তারা বাইলক নামে একটি মেসেজিং অ্যাপ ব্যবহার করতো বলে অভিযোগ রয়েছে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares