জাতীয়

৩জন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) হলেন

  প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ৫:৫৫:১৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পদোন্নতি পেয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) হলেন তিনজন।তাদের নিয়ে পুলিশে এই পদধারী কর্মকর্তা এখন ২২ জন।

নতুন তিনজন হলেন- সেলিম মো. জাহাঙ্গীর,দেবদাস ভট্টাচার্য ও হাবিবুর রহমান।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) থেকে গ্রেড-২ এ পদোন্নতি দিয়ে তাদের অতিরিক্ত আইজি করার প্রজ্ঞাপন হয়।

সেলিম জাহাঙ্গীর জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।ময়মনসিংহ রেঞ্জের দায়িত্বে রয়েছেন দেবদাস।হাবিবুর রয়েছেন টুরিস্ট পুলিশে।

জাহাঙ্গীর ও দেবদাস দুজনই বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা। হাবিবুর বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা।

পুলিশের ২২ জন অতিরিক্ত আইজির মধ্যে চারজন গ্রেড-১ এ রয়েছেন।এ বছরের শুরুতে দুই দফায় তাদের গ্রেড-১ দেওয়া হয়।

তারা হলেন-পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (প্রশাসন) কামরুল আহসান,পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম,ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

এর মধ্যে ডিএমপি কমিশনার ও র‌্যাবের

ডিজির গ্রেড-১ পদ দুটি সুপারনিউমারারি।অর্থাৎ এই দুই কর্মকর্তার অবসরে যাওয়ার পর তাদের উত্তরসূরিরা স্বয়ংক্রিয়ভাবে গ্রেড-১ পাবেন না।

চলতি বছরের জানুয়ারিতে পুলিশ সপ্তাহের মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার,র‌্যাবের মহাপরিচালকসহ পুলিশ বাহিনীতে সচিব পদ-মর্যাদার ১০টি গ্রেড-১ পদ দাবি করেছিলেন কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content