আন্তর্জাতিক

২৩৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স-তবুও ৭টি ব্যাংকে ১টাকাও মেলেনি!

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৫ , ৫:৫২:২৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সেপ্টেম্বরের প্রথম ২৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২৩৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ দাঁড়ায় ২৮ হাজার কোটি টাকার বেশি।তবে এ সময়ে দেশের ৭টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি,যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ব্যাংকগুলোর দক্ষতা ও কার্যক্রম নিয়ে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, রেমিট্যান্স না পাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে—

* রাষ্ট্রায়ত্ত ব্যাংক: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি
* বিশেষায়িত ব্যাংক: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
* বেসরকারি ব্যাংক: আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি
* বিদেশি ব্যাংক: হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

অর্থনীতিবিদরা বলছেন,প্রবাসীরা নির্ভরযোগ্য ব্যাংক ও মানসম্মত সেবা পাওয়ার নিশ্চয়তা চান।সেই জায়গায় দুর্বলতা থাকায় এসব ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।সেপ্টেম্বরের প্রথম ২৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ২৩৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স।বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ দাঁড়ায় ২৮ হাজার কোটি টাকার বেশি।তবে এ সময়ে দেশের ৭টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি,যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ব্যাংকগুলোর দক্ষতা ও কার্যক্রম নিয়ে।

আরও খবর

Sponsered content