প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৪ , ৪:১৮:২৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। মা ইলিশ রক্ষায় বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনা করে ও আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এই তথ্য জানান।
তিনি সাংবাদিকদের বলেন,বাংলাদেশে ইলিশ মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ।বৈজ্ঞানিকভাবে এ মাছ সংরক্ষণের দিন নির্ধারণ করা হয়।ইলিশ মাছ সুরক্ষায় বিজ্ঞানীরা পূর্ণিমা ও আমবস্যার সাথে মিল রেখে করে থাকেন।আজকের বৈঠকে সবাই একমত হয়েছি যে আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সব ধরনের ইলিশ আহরণ,পরিবহন,বিপণন ও মজুদ বন্ধ রাখা হবে।এ বিষয়ে আমাদের নৌবাহিনী,কোস্টগার্ড, বিজিবি,র্যাবসহ যারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে,সবাই নজর রাখবে; কোথাও থেকে কেউ যেন ইলিশ সংরক্ষণ,আহরণ,পরিবহন ও বিপণন করতে না পারে।
এ সময় দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।তিনি বলেন,বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা (রফতানির অনুমোদন) দিয়েছে।তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতের দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল।সে অনুযায়ী তারা করেছেন।সেটা তাদের তো আমি জোর করতে পারি না।