ব্যবসা ও বাণিজ্য সংবাদ

২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা

  প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৫ , ৫:০৭:৩১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সোনা যেহেতু আমদানিকৃত একটি উপাদান, সেক্ষেত্রে বাংলাদেশে দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করতে থাকে।এই দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সঠিকরূপে নির্ধারণ করা হয়ে থাকে। সবশেষ গত ৯ সেপ্টেম্বর রাতে সোনার দাম বাড়ায় বাজুস।সেই দামেই আজ (সোমবার) বিক্রি হচ্ছে সোনা।

বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে গেলে দাম পড়বে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায়।এ ছাড়া ২১ ক্যারেটের ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা,১৮ ক্যারেটের ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা।

তবে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

উল্লেখ্য,চলতি বছর এখন পর্যন্ত মোট ৫২ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।যেখানে দাম বাড়ানো হয়েছে ৩৬ বার, আর কমেছে মাত্র ১৬ বার।

 

আরও খবর

Sponsered content