প্রতিনিধি ১ জুন ২০২৫ , ৪:৫১:৪৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।আওয়ামী সরকারের পতনের পর প্রথমবারের মতো বাজারে ছাড়া হলো নতুন নকশার টাকা। নোটগুলোতে দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা তুলে ধরা হয়েছে,যা সাধারণ মানুষের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে,ঈদের আগমুহূর্তে সর্বোচ্চ ২০০ কোটি টাকা মূল্যমানের নতুন নোট ছাপানো সম্ভব হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরে ১০টি ব্যাংকে টাকা দেওয়া হয়েছে।সোমবার (২ জুন) থেকে রাজধানীর বিভিন্ন ব্যাংকের শাখা থেকে সাধারণ মানুষ এই নতুন নোট সংগ্রহ করতে পারবেন।
সোনালী ব্যাংক,জনতা ব্যাংক,অগ্রণী ব্যাংক,রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক,উত্তরা ব্যাংক,ডাচ্-বাংলা ব্যাংক,ইসলামী ব্যাংক বাংলাদেশ,আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক।
এদিকে,প্রথম দফায় ২০,৫০ ও ১০০ টাকার নতুন নোট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।আজ (রোববার) প্রকাশ করা হয়েছে ২,৫,১০,১০০,২০০ ও ৫০০ টাকার নোট।











