প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৪ , ৩:১১:৩৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তিতে আবেদন চলছে।শিক্ষার্থীরা ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।এ জন্য আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজগুলোতে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি ১ম পর্ব (২০২৪-২৫), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২৪-২৫),পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স (২০২৪-২৫),এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৩-২৪) ও এমবিএ ইন ফ্যাশন ডিজাউন অ্যান্ড টেকনোলজি (২০২৩-২৪) কোর্সগুলোতে অনলাইন ভর্তি কার্যক্রম ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। এই শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২৬ জানুয়ারি থেকে শুরু হবে।
আবেদন ফি—
আবেদন ফি ৩০০ টাকা,সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ১ জানুয়ারির মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
আগে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখত সব শর্ত ও নিয়ম অপরিবর্তিত থাকবে।এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

















