সারাদেশ

১ কেজির বেশি পেঁয়াজ ক্রয় করতে পারবেন না

  প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৩ , ৪:২৫:৩১ প্রিন্ট সংস্করণ

0Shares

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।আগামী মার্চ মাস পর্যন্ত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত।এ খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই দেশের বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে।এ অবস্থায় রোববার (১০ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সভা করেছেন।

কোনো ক্রেতা এক কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এই বিশেষ সভার আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক দেবী চন্দের সভাপতিত্বে সভায় আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।সেগুলো হলো-প্রতি কেজি পেঁয়াজের পাইকারি মূল্য ১২০ টাকা,খুচরা ১২৫ টাকা নির্ধারণ।পাইকারি ব্যবসায়ী থেকে খুচরা বিক্রেতারা ১-২ বস্তার বেশি পেঁয়াজ একসঙ্গে ক্রয় করতে পারবেন না। ক্রেতাগণও খুচরা বিক্রেতার কাছ থেকে ১ কেজির বেশি পেঁয়াজ ক্রয় করতে পারবেন না।

এ বিষয়ে জেলা প্রশাসনের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গৃহীত সিদ্ধান্তের ব্যত্যয় হলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাদুল হক,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সাহা ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা এনএম রেজাউল ইসলামকে জানাতে হবে।

পেঁয়াজের ডাবল সেঞ্চুরি,দাম বাড়ল রসুন-চিনি ও ডালের
রাতারাতি পেঁয়াজ-শূন্য বরিশালের সবচেয়ে বড় আড়ত
ম্যাজিস্ট্রেট দেখেই কেজিতে পেঁয়াজের দাম কমলো ৭০ টাকা
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল মনসুর,ব্যবসায়ী নেতা দেওয়ান মিয়া,হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সামছুল হুদা উপস্থিত ছিলেন।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares