প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৫ , ৫:০৮:২৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠীকে বলতে শোনা যায়,ক্ষমতায় বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখা হয়েছে।এবার অমুককে (জামায়াতে ইসলামী) দেখুন। এই অমুককে দেশের মানুষ ১৯৭১ সালে দেখেছে কীভাবে নিজেদের স্বার্থ রক্ষার্থে লাখ লাখ মানুষকে হত্যা করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন,কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠীকে ইদানীং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে অমুককে দেখলাম, তমুককে দেখলাম,এবার অমুককে দেখুন।যাদের কথা বলে অমুককে দেখুন,তাদের তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে।১৯৭১ সালে তারা তাদের নিজেদের স্বার্থে রক্ষার্থে কীভাবে লাখ লাখ মানুষকে হত্যা করেছে।ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য।এই যাদের কেউ কেউ বলে যে একবার দেখুন না এদের।তাদের দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে।’
এ প্রসঙ্গে তারেক রহমান আরও বলেন,লাখ লাখ মানুষকে শুধু হত্যাই করেনি,তাদের সহকর্মীরা কীভাবে মা-বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল,এ কথাটি আমাদের মনে রাখতে হবে।’
আজ রোববার বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথাগুলো বলেন। বিজয়ের মাস উপলক্ষে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।এতে ছাত্রদলের সারা দেশের জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের হাজারের বেশি নেতা অংশ নেন।
কোনো দলের নাম উল্লেখ না করে জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন,একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন। বিভিন্ন জিনিসের কনফারমেশন (নিশ্চয়তা) দিয়ে বেড়াচ্ছেন।
তারেক রহমান বলেন,দোজখ,বেহেশত,দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ।যেটার মালিক আল্লাহ,যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন,সেখানে যদি আমি কিছু বলতে চাই,আমার নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক।সেটি হচ্ছে শিরকের পর্যায়ে পড়ে।’
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদলের নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন,ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে,যারা এসব কথা বলে,তারা শিরক করছে।যাঁরা শুনবেন,তাঁরাও শিরকের পর্যায়ে পড়ে যাবেন।
এর আগে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সঞ্চালনা করেন আরেক যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান (সোহেল)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ,ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী,ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল,মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

















