জাতীয়

১৭০০ মেগাওয়াট লোডশেডিং চলছে-বিদ্যুৎ প্রতিমন্ত্রী, নসরুল হামিদ

  প্রতিনিধি ৩ জুন ২০২৩ , ১২:৩১:৩১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘বর্তমানে প্রায় ১৭০০ মেগাওয়াট লোডশেডিং চলছে। ষফলে মানুষের দুর্ভোগ হচ্ছে।এ কারণে আমরা দুঃখিত। আগামী ৫ জুনের পর পায়রা বিদ্যুৎকেন্দ্র জ্বালানি সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে যাবে।’

আজ শনিবার দুপুরে সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবায়নযোগ্য শক্তি গবেষণা ল্যাবরেটরি ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ রয়েছে।৫ জুনের পর আরেকটি ইউনিট জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়ে যাবে।আমাদের এলসি খুলতে দেরি হয়েছে।পাশাপাশি অন্য বিষয়গুলোও ছিল।কয়লা আমদানি করতে আরও অন্তত ২০-২৫ দিন সময় লাগবে।কয়েকটা বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার কারণে লোডশেডিং বেড়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন ড. এম সামসুল আলম।

আরও খবর

বাংলাদেশে গণতন্ত্রের সমর্থনে প্রয়োজনে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে-ম্যাথু মিলার

বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর এবং তাদের সমর্থনে সব প্রয়াস গ্রহণের আহ্বান জানান-পররাষ্ট্রমন্ত্রী,ড. হাছান মাহমুদ

নির্বাচন কেন্দ্রীক রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কোনো কারণ নেই-স্বরাষ্ট্রমন্ত্রী,আসাদুজ্জামান খান কামাল

আধুনিক, উন্নত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সেনাবাহিনীকে অবশ্যই গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

চলনবিলেন সর্বোত্তম ব্যবহারে নেয়া হয়েছে মহাপরিকল্পনা; ব্যয় হবে ১৪ কোটি ৩৩ লাখ ৯১ হাজার টাকা

মার্কিন ভিসানীতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে

Sponsered content