জাতীয়

১৬ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি

  প্রতিনিধি ২৪ জুন ২০২৪ , ২:৫৬:৩১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার (২৩ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব সিরাজাম মুনিরার সই করা আলাদা আলাদা প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেয়া হয়।

সহাকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন,নিরস্ত্র পুলিশ পরিদর্শক ১৫ জন এবং সশস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা।

জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content