প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৫ , ৫:১২:৩২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।মানবতাবিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় সাবজেলে (উপকারাগার) থাকা ১৫ জন বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তার পক্ষে অন্যতম আইনজীবী ছিলেন এম সরোয়ার হোসেন।তিনিসহ পাঁচজন আইনজীবী গত ২২ অক্টোবর ট্রাইব্যুনালের কাছে তিনটি মামলার জন্য ওকালতনামা জমা দিয়েছিলেন।তাঁদের মধ্যে আইনজীবী হিসেবে নিজের নাম প্রত্যাহার করেছেন সরোয়ার।তাঁর করা আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল-১।

আইনজীবী সরোয়ার হোসেন আজ রোববার সন্ধ্যায় বলেন, মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ২৫ জন সেনা কর্মকর্তা আসামি।এর মধ্যে সাবজেলে আছেন ১৫ জন কর্মকর্তা,পলাতক আছেন ১০ জন।তিনি এর আগে তিনজন সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের অভিযোগ দিয়েছিলেন প্রসিকিউশনে।তাদের মধ্যে একজন পলাতক থাকা ওই ১০ কর্মকর্তার মধ্যে রয়েছেন। এ অবস্থায় আসামিপক্ষের আইনজীবী হওয়ার কোনো সুযোগ তাঁর আর নেই।
সরোয়ার হোসেনসহ পাঁচ আইনজীবী একই ওকালতনামায় সই করেছিলেন।নাম প্রত্যাহারের জন্য সরোয়ারের আবেদন মঞ্জুর হওয়ায় ওই ওকালতনামাই (পাঁচজনেরই) প্রত্যাহার হয়ে গেছে।
সরোয়ারের সঙ্গে যে পাঁচ আইনজীবীর ওকালতনামা জমা দেওয়া হয়েছিল,তাঁদের একজন এ বি এম হামিদুল মেজবাহ। তিনি আজ দুপুরে বলেন,১৫ সেনা কর্মকর্তার পক্ষে আইনি লড়াই করার জন্য নতুন করে সাতজন আইনজীবী ওকালতনামা জমা দিয়েছেন। তাঁদের মধ্যে তিনিও আছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলের গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট ২৫ জন সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১–এ এই তিন মামলার বিচার চলছে।এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
















