জাতীয়

১৩ হাজার কোটির ঋণ ১০ প্রার্থীর পকেটে: সংসদ নির্বাচনে প্রার্থীদের বিপুল ঋণ নিয়ে প্রশ্ন

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ , ৯:৪৫:০১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ১০ জন প্রার্থীর বিরুদ্ধে প্রায় ১২ হাজার ৯৬২ কোটি ৬২ লাখ টাকা ঋণ ও দায়ের তথ্য উঠে এসেছে।নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।এসব প্রার্থীর বেশিরভাগই বিএনপির মনোনীত অথবা বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।

সবচেয়ে বেশি ঋণগ্রস্ত প্রার্থী হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের প্রার্থী এসএকে একরামুজ্জামান। তাঁর ঋণের পরিমাণ ৩ হাজার ১৫৫ কোটি ৭৫ লাখ টাকা।তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেও বিএনপির নেতা বলে পরিচিত।

ঋণগ্রস্ত শীর্ষ ১০ প্রার্থীর তালিকা

প্রার্থীর নাম ঋণ/দায় (কোটি টাকা) সংসদীয় আসন দল

এসএকে একরামুজ্জামান ৩,১৫৫.৭৫ ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ স্বতন্ত্র*
এসএম ফয়সল ২,০৪১.৪৮ ২৪২ হবিগঞ্জ-৪ বিএনপি
খালেদ হোসেন মাহবুব ১,৪৭০.৮২ ২৪৫ ব্রাহ্মণবাড়িয়া-৩ বিএনপি
আফরোজা খানম ১,৩৬০.৩৬ ১৭০ মানিকগঞ্জ-৩ বিএনপি
মো. আব্দুল্লাহ্ ১,১১৫.৭২ ১৭১ মুন্সিগঞ্জ-১ বিএনপি
খন্দকার আবদুল মুক্তাদীর ৮৪৬.৮০ ২২৯ সিলেট-১ বিএনপি
মো. শাহ আলম ৮২৪.৪৪ ২০৭ নারায়ণগঞ্জ-৪ স্বতন্ত্র*
কাজী রফিকুল ইসলাম ৭৪৮.৭৮ ০৩৬ বগুড়া-১ বিএনপি
মোহাম্মদ আসলাম চৌধুরী ৬৯৯.৯৩ ২৮১ চট্টগ্রাম-৪ বিএনপি
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ৬৯৮.৫৪ ২৮৩ চট্টগ্রাম-৬ বিএনপি

* নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হলেও দুজনই বিএনপির নেতা।

মোট হিসাব

এই ১০ জন প্রার্থীর সম্মিলিত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১২,৯৬২ কোটি ৬২ লাখ টাকা।

বিশ্লেষকদের মতে,এত বিপুল অঙ্কের ঋণ থাকা সত্ত্বেও নির্বাচনে অংশগ্রহণ ও জনপ্রতিনিধি হওয়ার বিষয়টি রাজনৈতিক নৈতিকতা ও আর্থিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।বিষয়টি নিয়ে নাগরিক সমাজ ও অর্থনীতিবিদদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

আরও খবর

Sponsered content