রাজনীতি

১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’: দেশবিরোধী শক্তির বিরুদ্ধে জাতীয় অবস্থানের আহ্বান সজীব ওয়াজেদ জয়ের

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৫ , ৫:১৯:২১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এক ভিডিও বার্তায় আওয়ামী লীগের ডাকা আগামী ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল করার জন্য দেশের প্রতিটি নাগরিককে অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে প্রকাশিত এই ভিডিওতে তিনি বর্তমান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বলেন,“বাংলাদেশ কোনো দেশবিরোধী শক্তির হাতে থাকতে পারে না।ঢাকা লকডাউন কর্মসূচি আমাদের সবার।”

জয় অভিযোগ করেন,গত দেড় বছরে বর্তমান শাসকগোষ্ঠী অর্থনীতি ধ্বংস করেছে,জঙ্গিদের ছেড়ে দিয়েছে এবং স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে।

তিনি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভেঙে ফেলা হয়েছে।দেশ এখন রাজাকারদের হাতে।এরা রাজাকার-জামায়াতের হাতে দেশকে তুলে দিতে চায়।”

এই “ভয়ংকর পরিস্থিতি” থেকে মুক্তি পেতে জয় সবাইকে ১৩ নভেম্বরের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন,আপনারা যদি এই ভয়ংকর পরিস্থিতি থেকে বের হতে চান,তাহলে আগামী ১৩ই নভেম্বর আমাদের ডাকা কর্মসূচি ঢাকা অবরোধ (লকডাউন) কর্মসূচিকে সমর্থন করে সবাই নিজ নিজ বাসায় অবস্থান করুন।আপনারা কেউ কাজে যাবেন না,ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজে ক্লাসে যাবেন না, দোকানপাট,বাস,রিকশা সব বন্ধ রাখবেন।”

ভিডিওতে জয় জোর দিয়ে বলেন, “১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি সফল করতে বাংলাদেশের প্রতিটি নাগরিক তার অবস্থান থেকে ভূমিকা রাখবেন।”

এই কর্মসূচি ঘিরে রাজধানীসহ সারা দেশে উত্তেজনা বিরাজ করছে।আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা এটিকে ‘স্বাধীন স্বার্বভৌম মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রক্ষার ডাক’ হিসেবে প্রচার করছেন।

(সূত্র: সজীব ওয়াজেদ জয়ের অফিসিয়াল ফেসবুক ভিডিও

আরও খবর

Sponsered content