প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ৩:৪৬:৪৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে গঠিত ১১ দলীয় নির্বাচনী জোটে জামায়াতে ইসলামীর আসন বণ্টন চূড়ান্ত হয়েছে। জোটের মোট ৩০০ আসনের মধ্যে জামায়াতে ইসলামী পেয়েছে ১৭৯টি আসন,যা জোটের সর্বাধিক অংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী:
রংপুর বিভাগ: মোট ৩৩ আসনের মধ্যে ২৫টি।
রাজশাহী বিভাগ: মোট ৩৯ আসনের মধ্যে ২৮টি।
খুলনা বিভাগ: মোট ৩৬ আসনের মধ্যে ২৮টি।
বরিশাল বিভাগ: মোট ২১ আসনের মধ্যে ৭টি।
ঢাকা বিভাগ: মোট ৭০ আসনের মধ্যে ৩৩টি।
ময়মনসিংহ বিভাগ: মোট ২৪ আসনের মধ্যে ১০টি।
সিলেট বিভাগ: মোট ১৯ আসনের মধ্যে ১০টি।
চট্টগ্রাম বিভাগ: মোট ৫৮ আসনের মধ্যে ৩৮টি।
এই আসন বণ্টন জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যক্রমকে দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত হয়েছে। জোটের অন্যান্য দলগুলোও বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণা করবে বলে জানা গেছে।
















