রাজনীতি

১১ দলীয় জোটে এনসিপির ৩০ প্রার্থী চূড়ান্ত

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ৪:১৫:০১ প্রিন্ট সংস্করণ

১১ দলীয় জোটে এনসিপির ৩০ প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। জোটের সিদ্ধান্ত অনুযায়ী এনসিপি এই প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে।

প্রকাশিত প্রার্থীদের মধ্যে ঢাকা থেকে রয়েছে নাহিদ ইসলাম (ঢাকা-১১),নাসির পাটোয়ারী (ঢাকা-৮),জাবেদ রাসিন (ঢাকা-৯),দিলশানা পারুল (ঢাকা-১৯),নাবিলা তাহসিন (ঢাকা-২০) এবং আরিফুল আদিব (ঢাকা-১৮)।

উল্লেখযোগ্য অন্যান্য প্রার্থীর মধ্যে আছেন আখতার হোসেন (রংপুর-০৪),সারজিস আলম (পঞ্চগড়-০১),হাসনাত আব্দুল্লাহ (কুমিল্লা-০৪),হান্নান মাসুদ (নোয়াখালী-০৬), সুজা উদ্দিন (বান্দরবান-৩০০),আতিক মুজাহিদ (কুড়িগ্রাম-০২), আশরাফ মাহদী (ব্রাহ্মণবাড়িয়া-০২),সাইফ মোস্তাফিজ (সিরাজগঞ্জ-০৬),আবদুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ-০৪) এবং ডা. জাহিদুল (ময়মনসিংহ-১১)।

এছাড়াও,মাহবুব আলম (লক্ষ্মীপুর-০১),সারোয়ার তুষার (নরসিংদী-০২),আলী নাসের খান (গাজীপুর-০২),জার্জিস কাদের (নাটোর-০৩),সাইফুল্লাহ হায়দার (টাঙ্গাইল-০৩), আতাউল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া-০৩),মাজেদুল ইসলাম (মুন্সিগঞ্জ-০২),আবদুল আহাদ (দিনাজপুর-০৫),শামীম হামিদী (পিরোজপুর-০৩),সুলতান জাকারিয়া (নোয়াখালী-০২) এবং জোয়ারেরুল আরিফ (চট্টগ্রাম-০৮) এই প্রার্থীদের মধ্যে রয়েছেন।

তবে জোটের আওতায় আরও ৩টি আসন রয়েছে,যেখানে প্রার্থী চূড়ান্ত করা এখনও বাকি রয়েছে।

এবারের নির্বাচনে ১১ দলীয় জোটের এ ধরনের সমন্বয়কে দেশব্যাপী রাজনৈতিক পর্যবেক্ষকরা গুরুত্বপূর্ণ বলে দেখছেন।

আরও খবর

Sponsered content