প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ১১:৫৮:২১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।আসন্ন নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দল সমঝোতা করে ৩০০ আসনের মধ্যে ২৫০ আসনে প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০টি আসন ফাঁকা রাখা হয়েছে।

আজ রাত ৮টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ২৫০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে।
জোটের শীর্ষ নেতারা জানিয়েছেন,সকল ৩০০ আসনে জোট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সদস্য দলগুলো একে অপরকে সহযোগিতা করবে।তবে ইসলামী আন্দোলন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি এবং আলোচনার দরজা উন্মুক্ত রেখেছে।
জামায়াতের আমির শফিকুর রহমান সামাজিক মাধ্যমে অনুরোধ করেছেন,সমঝোতা প্রক্রিয়ায় বিভ্রান্তিকর মন্তব্য ও কাজ থেকে বিরত থাকতে।
















