সারাদেশ

হিজলার চরে সেনা অভিযান: ইউপি সদস্যসহ ৫ জন আটক, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৬ , ৩:২৯:১৬ প্রিন্ট সংস্করণ

বরিশাল ব্যুরো।।বরিশালের হিজলা উপজেলার একটি চরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক ইউপি সদস্যসহ পাঁচজনকে আটক করা হয়েছে।অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য,দেশীয় অস্ত্র এবং দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,মাদকবিরোধী অভিযান ও অবৈধ অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।অভিযানে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র,মাদকদ্রব্য এবং নগদ অর্থ।আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—
ধুলখোলা ইউনিয়নের রত্তন বাড়ির ছেলে ও ইউপি সদস্য লিটন রাঢ়ী,উজ্জ্বল রাঢ়ী,পালপাড়া গ্রামের মো. আলী, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের মৃত সুলতান আহমেদের ছেলে জামাল হোসেন এবং গৌরনদী উপজেলার সরিকল গ্রামের মৃত হাজী লতিফ উদ্দিনের ছেলে মো. এমদাদ।

হিজলা সেনা ক্যাম্পের উদ্যোগে পরিচালিত এই অভিযানে ৭ পদাতিক ডিভিশনের ৭১ বীর ব্যাটালিয়নের অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলাম আলমগীরের নেতৃত্বে লেফটেন্যান্ট জিসান উদ্দিনসহ প্রায় ৩০ জন সেনাসদস্য অংশ নেন।

এদিকে স্থানীয় বাসিন্দা নাগর বেপারি অভিযোগ করে বলেন, আটক ইউপি সদস্য লিটন রাঢ়ী তার ভাই সাবেক ইউপি সদস্য নান্টু বেপারী হত্যা মামলার আসামি।তিনি আরও দাবি করেন,লিটন রাঢ়ী,তার বাবা রত্তন রাঢ়ী ওরফে বোবা রত্তনের বিরুদ্ধে হত্যা,ডাকাতি ও গরু চুরিসহ একাধিক গুরুতর অভিযোগ ও মামলা রয়েছে।

তিনি এসব অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও খবর

Sponsered content