সারাদেশ

হিজলায় নৌকা থেকে গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৬ , ৫:২৪:২৭ প্রিন্ট সংস্করণ

হিজলায় নৌকা থেকে গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার

হিজলা (বরিশাল)প্রতিনিধি।।বরিশালের হিজলা উপজেলায় নদীর তীরে ভেড়ানো একটি নৌকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) ভোররাতে উপজেলার বড় জালিয়া ইউনিয়নের বাহেরচর এলাকার একটি মাছঘাটের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়।নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,রাত আনুমানিক ১২টার দিকে মাছ শিকার শেষে ঘাটে ফেরার সময় জেলে জালাল রাঢ়ী নৌকার ভেতরে এক যুবককে গলাকাটা অবস্থায় বসে থাকতে দেখেন।ভয়াবহ দৃশ্য দেখে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান।পরে ভোররাত ৩টার দিকে খবর পেয়ে হিজলা নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,গভীর রাতে ওই এলাকায় একটি স্পিডবোটের শব্দ শুনতে পাওয়া গেছে।তাদের ধারণা,অন্য কোথাও থেকে যুবককে ধরে এনে নির্জন স্থানে নৌকার ভেতর কুপিয়ে হত্যা করা হয়েছে।

হিজলা নৌ-পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, ঘটনার তদন্তে সিআইডির ফরেনসিক টিম কাজ শুরু করেছে। নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে।তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

আরও খবর

Sponsered content