আন্তর্জাতিক

হিজবুল্লাহ ইসরাইল-হামাসের যুদ্ধবিরতি সম্পর্কিত চুক্তির অংশ নয়

  প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৩ , ৪:৩৮:৩৯ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরান সমর্থিত লেবাননের স্বশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইল-হামাসের যুদ্ধবিরতি সম্পর্কিত চুক্তির অংশ নয় বলে জানিয়েছেন দলটির এক কর্মকর্তা।

বুধবার (২২ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গোষ্ঠীটি হামাস ও ইসরাইলের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির অংশ নয়।

এই কর্মকর্তা আরো বলেন, যুদ্ধবিরতি চলাকালীন দক্ষিণ লেবানন বা গাজায় ইসরাইলি যেকোনো উগ্রতার জবাব দেবে হিজবুল্লাহ।

উল্লেখ্য, সঙ্ঘাতের শুরু থেকে হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে বেশ কয়েকবার গুলি বিনিময় হয়েছে। এতে ৭০ জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। একইসাথে কমপক্ষে ১০ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে।

আরও খবর

Sponsered content