প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৫ , ৩:৪৫:৫০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।হাদী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছেন।সম্প্রতি অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় মাসুদ এই হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে ঘটনাটিকে ‘চক্রান্ত’ হিসেবে বর্ণনা করেছেন।

ভিডিও বার্তায় মাসুদ বলেন,তার দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল ভিসা রয়েছে এবং তিনি সে অনুযায়ী দেশত্যাগ করেছেন।হাদী হত্যার প্রসঙ্গে তিনি দাবি করেন,“আমি বা আমার পরিবার কেউই এই ঘটনার সঙ্গে জড়িত নই। সিসিটিভি ফুটেজে যে বাইকটি দেখা যাচ্ছে,সেখানে আমি ছিলাম না এবং চালকও আমার কোনো ছোট ভাই নয়। আমাদের মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে।”
নিহত হাদীর সঙ্গে সম্পর্কের বিষয়ে মাসুদ স্বীকার করেন যে, ব্যবসায়িক প্রয়োজনে তিনি একাধিকবার হাদীর অফিসে গিয়েছিলেন।তার দাবি,তিনি একজন আইটি উদ্যোক্তা এবং প্রায় ১০ বছর ধরে ব্যবসার সঙ্গে যুক্ত।অর্থ ও খাদ্য মন্ত্রণালয়ের দুটি সরকারি কাজ পাইয়ে দেওয়ার আশ্বাসে তিনি হাদীর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানান। মাসুদের ভাষ্য অনুযায়ী,তিনি হাদীকে ৫ লাখ টাকা অগ্রিম দিয়েছিলেন এবং হাদীর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও আর্থিক সহায়তা করতেন।ঘটনার দিন সকালেও তিনি হাদীকে ১০ হাজার টাকা দিয়েছিলেন বলে দাবি করেন।
তবে হত্যাকাণ্ডের মোটিভ নিয়ে মাসুদ ভিন্ন ইঙ্গিত দেন।ভিডিও বার্তায় তিনি নিহত হাদীকে ‘জামায়াতের প্রোডাক্ট’ আখ্যা দিয়ে দাবি করেন,হাদীর সঙ্গে জামায়াতের পুরনো যোগাযোগ ছিল এবং তারাই কোনোভাবে এই ঘটনা ঘটিয়েছে।
মামলার জেরে তার পরিবারের সদস্যদের ওপর পুলিশি হয়রানি ও নির্যাতনের অভিযোগও তোলেন মাসুদ।তিনি বলেন,“আমার পরিবার সম্পূর্ণ নির্দোষ।তাদের ওপর যে অত্যাচার করা হচ্ছে,তার তীব্র প্রতিবাদ জানাই।”
ব্যাংক হিসাব ও অর্থের উৎস নিয়ে ওঠা প্রশ্নের জবাবে মাসুদ দাবি করেন, তার ব্যাংকে থাকা অর্থ বৈধ ব্যবসা ও সরকারি বিলের।তিনি নিয়মিত করদাতা বলেও উল্লেখ করেন এবং জানান,চলতি বছর তিনি ৯ লাখ টাকা আয়কর পরিশোধ করেছেন।
তবে ভিডিও বার্তা প্রকাশ পেলেও মাসুদ কবে দেশ ছেড়েছেন বা বর্তমানে দুবাইয়ের কোন স্থানে অবস্থান করছেন—সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট তথ্য দেননি।এদিকে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
নোট: ভিডিও বার্তায় উত্থাপিত অভিযোগ ও দাবিগুলো অভিযুক্তের নিজস্ব বক্তব্য; এসবের স্বাধীন যাচাই চলমান।
















