অপরাধ-আইন-আদালত

হাইকোর্টের তিন বিচারপতিকে কোনো শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি-সুপ্রিমকোর্ট

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৫ , ১২:২২:৫৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিপুল সংখ্যক জামিন প্রদানের কারণে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে শোকজ করা হয়েছে-এমন সংবাদ ভুল ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিচারপতি আবু তাহের সাইফুর রহমান,মোস্তফা জামান ইসলাম এবং জাকির হোসেনকে কোনো কারণ দর্শানোর নোটিশ দেননি।

বিজ্ঞপ্তিতে বলা হয়,“কিছু গণমাধ্যমে প্রচারিত খবর বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।প্রধান বিচারপতি কেবল প্রশাসনিক প্রয়োজনে মামলাসংক্রান্ত কিছু তথ্য চেয়েছেন,যা আদালতের অভ্যন্তরীণ নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ।হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন হোয়াটসঅ্যাপ ও ফোনের মাধ্যমে সংশ্লিষ্ট বিচারপতিদের বিষয়টি অবহিত করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সুপ্রিম কোর্ট প্রশাসন সংবাদে ব্যবহৃত তথ্যের ভুল উপস্থাপনার কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা প্রকাশ করে গণমাধ্যমকে সতর্ক করেছে।তারা বলেছে,“আদালত সংক্রান্ত সংবাদ প্রকাশের আগে বিষয়টির সত্যতা যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রচার করা উচিত, যাতে বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে।”

বিজ্ঞপ্তি থেকে স্পষ্ট হয়-হাইকোর্টের তিন বিচারপতিকে কোনো শোকজ বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি, এবং এ সংক্রান্ত প্রচারিত খবর সম্পূর্ণ বিভ্রান্তিকর।

আরও খবর

Sponsered content