প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ২:৩৭:১৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।জুলাই আন্দোলনের কথিত ‘জুলাই যোদ্ধা’ সাহেদ আলীসহ ৯ জনকে হত্যার চেষ্টা সংক্রান্ত মামলায় অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।তদন্ত শেষে মামলাটি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১১৩ জনকে অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

পিবিআই সূত্রে জানা যায়,মামলার অভিযোগ যাচাই-বাছাইয়ে সাক্ষ্য,ঘটনাস্থল পরিদর্শন ও নথিপত্র বিশ্লেষণ করা হলেও হত্যাচেষ্টার পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।ফলে মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এদিকে ৫ আগস্টের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশে ৩ শতাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে আওয়ামী লীগ দাবি করেছে।দলটির ভাষ্য অনুযায়ী,আওয়ামী লীগের প্রায় ১ কোটি নেতাকর্মীর বিরুদ্ধে ৫ লক্ষাধিক মামলা দায়ের করা হয়েছে,যার মধ্যে ৩০ হাজার মামলা জুলাই–আগস্টের আন্দোলন দমনকে কেন্দ্র করে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা।
আওয়ামী লীগ আরও অভিযোগ করেছে,অতিরিক্ত মামলার কারণে দেশের কারাগারগুলোতে ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। জেলের ধারণক্ষমতার প্রায় তিন গুণ আসামি কারাবন্দি থাকায় খাদ্য,বিশুদ্ধ পানি ও চিকিৎসাসহ ন্যূনতম মানবিক সুবিধার চরম ঘাটতি দেখা দিয়েছে।
দলটির পক্ষ থেকে আরও গুরুতর অভিযোগ তুলে বলা হয়েছে,কারাগারে পরিকল্পিতভাবে ‘স্লো পয়জন’ প্রয়োগের মাধ্যমে অন্তত ৮০ জন বন্দির মৃত্যু হয়েছে।একইসঙ্গে প্রায় ৯৩ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী কারাবন্দি অবস্থায় একই ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন,যা মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে দাবি করা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে মানবাধিকার সংগঠনগুলো কারাগারের পরিস্থিতি নিয়ে স্বাধীন তদন্তের দাবি জানাচ্ছে।















