প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ৪:২৫:৪৬ প্রিন্ট সংস্করণ
ভান্ডারিয়া (পিরোজপুর),প্রতিনিধি।।পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সৎ মেয়েকে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।তবে অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে,এটি একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা,যার পেছনে রয়েছে মাদক ব্যবসায়ীদের স্বার্থ ও পারিবারিক বিরোধ।

ভান্ডারিয়া থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়,নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০-এর ৯(১) ধারায় দায়েরকৃত মামলায় ফারুক হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগে বলা হয়,গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রাতে অভিযুক্ত ব্যক্তি তার সৎ মেয়ে হামিদা বেগম (২৪)-কে জোরপূর্বক ধর্ষণ করেন।পরে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয় এবং গর্ভপাত ঘটানোর জন্য ওষুধ খাওয়ানো হয় বলে অভিযোগ করা হয়।
পুলিশ জানায়,অভিযুক্তকে ২৩ জুন ২০২৫ তারিখে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয় এবং তিনি জেল হাজতে রয়েছেন। বর্তমানে মামলার তদন্ত চলমান রয়েছে।
পাল্টা অভিযোগ পরিবারের
তবে অভিযুক্ত ফারুক হাওলাদারের পরিবারের সদস্য ও স্বজনদের দাবি,মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো।তাদের অভিযোগ,স্থানীয় কিছু মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ করায় এবং অবৈধ কার্যক্রমে বাধা দেওয়ায় প্রতিশোধমূলকভাবে এই মামলা দেওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়,অভিযুক্তকে দীর্ঘ সময় রিমান্ডে রেখে পর্যাপ্ত চিকিৎসা না দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।এমনকি এক পর্যায়ে তার মৃত্যুর পর পুলিশের উপস্থিতিতে জোরপূর্বক দাফন করানো হয় এবং লাশের জিম্মানামায় স্বাক্ষর নিয়ে অর্থ আদায়ের অভিযোগও তোলা হয়েছে।
প্রশাসনের বক্তব্য
এ বিষয়ে ভান্ডারিয়া থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান,“মামলাটি অত্যন্ত সংবেদনশীল।সব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত মন্তব্য করা যাবে না।”
মানবাধিকারকর্মীদের মত
স্থানীয় মানবাধিকার কর্মীরা বলছেন,ধর্ষণের মতো গুরুতর অভিযোগ যেমন সঠিক তদন্ত প্রয়োজন,তেমনি মিথ্যা মামলা ও হেফাজতে নির্যাতনের অভিযোগও স্বাধীনভাবে তদন্ত হওয়া উচিত।
উপসংহার
ঘটনাটি নিয়ে এলাকায় বিভক্ত মতামত তৈরি হয়েছে। একদিকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ,অন্যদিকে ষড়যন্ত্র ও নির্যাতনের পাল্টা দাবি—সব মিলিয়ে বিষয়টি এখন আদালত ও তদন্ত সংস্থার ওপর নির্ভর করছে।

















