জাতীয়

স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালক ভিসায় লেনদেন নয়

  প্রতিনিধি ৬ জুন ২০২৩ , ১২:২৮:১৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভিং ভিসায় বিদেশ যাওয়ার জন্য আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সম্প্রতি এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়,ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে,ড্রাইভিং ভিসায় বিদেশ (সৌদি আরব বা অন্য কোনো দেশ) যাওয়ার ক্ষেত্রে অনেকেই ড্রাইভিং লাইসেন্স না থাকা সত্ত্বেও ড্রাইভিং ভিসা প্রসেস কার্যক্রম শুরু করেন।এতে ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ড্রাইভিং ভিসা না পেয়ে,কখনো কখনো তারা প্রতারিত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এতে আরও বলা হয়,মোটরযান ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের জানানো যাচ্ছে যে,যারা ড্রাইভিং ভিসায় বিদেশ যেতে ইচ্ছুক, তাদের বিআরটিএ থেকে যথাযথ প্রক্রিয়ায় স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর বিদেশে ড্রাইভিং ভিসা সংক্রান্ত সব কার্যক্রম শুরু করতে হবে।অর্থাৎ স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভিং ভিসায় বিদেশ যাওয়ার জন্য আর্থিক লেনদেনের কার্যক্রম গ্রহণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আরও খবর

Sponsered content