প্রতিনিধি ২২ আগস্ট ২০২৪ , ৫:৩১:৪৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক পদমর্যাদার দুই কর্মকর্তা ও অতিরিক্ত মহাপরিচালক পদমর্যাদা দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ ২২ আগস্ট বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে কর্মকর্তাদের বদলির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচ) এর পরিচালক এবং অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরাকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম)এর পরিচালক পদে বদলি করা হয়েছে।
এছাড়াও আইপিএইচ এর পরিচালক অধ্যাপক ডা. শফিকুল হালিমকে স্বাস্থ্য সেবা বিভাগে ন্যাস্ত করা হয়েছে বলে জানা গেছে।