সারাদেশ

স্বামীর সংসার ফেলে প্রেমিকের হাত ধরে পালাতে গিয়ে ধরা খেয়ে থানায়

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ১:৩২:৫৩ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া প্রতিনিধি।।স্বামীর অন্তরালে দীর্ঘদিন ধরেই একই এলাকার হালিম ইসলাম (২৫) নামে এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন স্ত্রী পাপিয়া খাতুন (১৯)। আর এরই জের ধরে স্বামীর সংসার ফেলে প্রেমিকের হাত ধরে পালাতে গিয়ে ধরা খেয়ে এই মুহুর্তে থানায় পুলিশের হেফাজতে রয়েছেন তারা।

রোববার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বালিয়াশিসা এলাকার আব্দুল খালেকের ছেলে হালিম ইসলাম ও একই এলাকার প্রবাসী সজিব হোসেনের স্ত্রী পাপিয়া খাতুন।

আমলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হাফিজুর রহমান জানান, কুষ্টিয়ার মিরপুর উপজেলার বালিয়াশিসা এলাকার সাইদুর রহমানের ছেলে সজিব হোসেন মালয়েশিয়ার বাসিন্দা হওয়ায় তার স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে রবিবার তারা দুজনই পালিয়ে যায়। আমলা বাজার এলাকায় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করলে তারা অবৈধভাবে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে। পরে তাদের মিরপুর থানায় হস্তান্তর করা হয়।

নিজ স্ত্রীকে কখনো এ অবস্থায় দেখতে হবে, তা যেন কোনোদিন ভাবতেও পারেননি প্রবাসী সজিব হোসেন। এ ঘটনায় কঠোর শাস্তির দাবি জানান তিনি।

আরও খবর

Sponsered content