রাজনীতি

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারে আপত্তিকর বক্তব্য, বেলকুচি মেয়রকে শোকজ

  প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৩ , ১২:০৮:২৪ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জ প্রতিনিধি।।বিধি বহির্ভূতভাবে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো এবং আপত্তিকর বক্তব্য দেওয়ায় সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

রোববার (১০ ডিসেম্বর) সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য শাহজাদপুর সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা এ নোটিশ দেন।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার মো. আমিরুল মোমেনিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে মেয়র সাজ্জাদুল হক রেজার উদ্দেশে বলা হয়, আপনি বিধি বহির্ভূতভাবে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাসের পক্ষে প্রচারকালে দেওয়া এক বক্তব্যে বলেছেন, ‘সেই টোকাই বাহিনীকে ১৮ তারিখের পর মাটির তলে পিষিয়ে দেব,আব্দুল মমিন মণ্ডলের একটা চামচাও ভোট গণনার আগে এ উপজেলায় থাকতে পারবে না’।

আপনার এ বক্তব্যটি সামাজিক যোগাযোগের মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে পৌঁছায়।এমন কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

অতএব আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না,সে মর্মে আগামী ১৪ ডিসেম্বর সকাল ১১টায় নিজে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

আরও খবর

Sponsered content