প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৩ , ৫:০০:৪০ প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক রিপোর্ট।।এবার বাপের বাড়ি গিয়েছে স্ত্রী।ফিরে আসতে চাইছে না।তাই রাগে নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন স্বামী।নবদম্পতিদের মধ্যে এমনিতে মান-অভিমান পর্ব চলতেই থাকে।তবে বিয়ের পাঁচ বছর পরেও স্ত্রীর প্রতি এমন টান যে নিজের এতো বড় ক্ষতি করে ফেলবেন,সেটা বেশি অবিশ্বাস্য।

এ ঘটনাটি ভারতের বিহারের রজনী নয়ানগর এলাকার।বছর ২৫-এর কৃষ্ণ বাসুকির সঙ্গে ঐ রাজ্যেরই মালোধের বাসিন্দা অনিতার বিয়ে হয় বছর পাঁচেক আগে এবং ঐ দম্পতির চার সন্তানও আছে।
এদিকে পুলিশ জানিয়েছে, মাস দুয়েক আগে সন্তান সহ অনিতা বাপের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন।তবে সেখান থেকে ফেরার নাম করছেন না দেখে অনিতার স্বামী কৃষ্ণ রাগে ফেটে পড়েন।বার বার অনুরোধ করা সত্ত্বেও তা অগ্রাহ্য করছিলেন অনিতা।রাগে মাথা ঠিক রাখতে না পেরে, হাতের সামনে থাকা ধারালো অস্ত্র দিয়েই নিজের গোপনাঙ্গ কেটে ফেলেন কৃষ্ণ।
এরপর খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান।গুরুতর চোট এবং প্রচুর পরিমাণে রক্তপাত দেখে তৎক্ষণাৎ তারা কৃষ্ণকে হাসপাতালে নিয়ে যান।তবে অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।












